মঙ্গলবার সকালে ফেসবুকে পোস্ট করে এই খবর জানিয়েছেন তার মেয়ে হিয়া মুখোপাধ্যায়। বুধবার আলিমুদ্দিনের রাজ্য দপ্তরে তার মরদেহ আনা হয়েছে। তাকে শ্রদ্ধা জ্ঞাপন করেছেন প্রবীণ নেতা বিমান বন্দোপাধ্যায় মহম্মদ সেলিম সূর্যকান্ত মিশ্র সহ সিপিএমের শীর্ষ নেতৃত্ব। এছাড়া আলিমুদ্দিন স্ট্রিটে শেষ শ্রদ্ধা জানালেন মানব মুখোপাধ্যায় রাজনৈতিক জীবনের সকলেই। দীর্ঘদিন অসুস্থ থাকার পর মল্লিক বাজারে এক বেসরকারি হাসপাতালে ৬৭ বছরের শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন। রাজ্য সম্পাদক মন্ডলীর প্রাক্তন সদস্য ছিলেন তিনি। গত আগস্ট মাসে সেরিব্রাল অ্যাটাক হয়।