প্রয়াস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের স্বেচ্ছায় রক্তদান শিবির।
বয়সটা অল্প,কিন্তু কুছ পরোয়া নেহি।কারণ বুকে যে অদম্য ইচ্ছাশক্তি মানুষের পাশে দাঁড়ানোর।অসাধ্যকে সাধ্য করার।আর তাই তো এই কঠিন সময়ে যেখানে করোনায় ধুঁকছে গোটা দেশ তথা রাজ্য,এই সময়ে এক সাহসী পদক্ষেপ নিল নৈহাটির অন্তর্গত গরিফা প্রয়াস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন।কলেজ ছাত্র-ছাত্রীদের তৈরি এই প্রয়াস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন -এর পক্ষ থেকে রবিবার আয়োজিত হয় স্বেচ্ছায় রক্তদান শিবির।
করোনার দ্বিতীয় ঢেউয়ে জর্জরিত গোটা বিশ্ব তথা দেশ।এরই মাঝে নতুন ভয় রক্ত সংকট।করোনা আবহে রক্ত সংকট ক্রমশ প্রবল হয়ে উঠেছে।তাই এই রক্ত সংকট মেটাতেই প্রয়াস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের এই উদ্যোগ।এদিন নৈহাটির অন্তর্গত কেশব পাঠাগার প্রাঙ্গণে আয়োজিত এই স্বেচ্ছায় রক্তদান শিবিরে ৪১ জন রক্তদাতা এগিয়ে এলেন স্বেচ্ছায় রক্তদানে।করোনা স্বাস্থ্যবিধি মেনেই আয়োজিত হয় এই স্বেচ্ছায় রক্তদান শিবির।এদিনের রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন নৈহাটির বিধায়ক পার্থ ভৌমিক মহাশয়, নৈহাটি পৌরসভার পৌরপিতা অশোক চট্টোপাধ্যায়, ওয়ার্ড কাউন্সিলর রতন নন্দী এবং নৈহাটি থানার আই সি অরূপ ঘোষ।তাদের উপস্থিতি যুবশক্তিকে যে অনেকটাই উৎসাহিত করেছে তা বলাই বাহুল্য।
এদিন প্রয়াস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সেক্রেটারি সৌরাশিষ ঘোষ জানিয়েছেন, “আশা করছি আগামী দিনে আমরা এইভাবেই এগিয়ে যেতে পারবো।আরও বেশি মানুষের পাশে দাঁড়াতে পারবো।”শিব জ্ঞানে জীব সেবার আদর্শকে এইভাবেই এগিয়ে নিয়ে যেতে যান যুবশক্তি।ছোট বয়সে ‘প্রয়াস’ এর এই প্রয়াসকে স্বাগত জানিয়েছেন নৈহাটিবাসী।