প্রযুক্তিগত ত্রুটি, লক্ষীর ভান্ডারের পর বার্ধক্য ভাতা নিয়ে আবারও খবরের শিরোনামে বাদুড়িয়া, ভাতা পেলেন না ষাটোর্ধ্ব বৃদ্ধা।

পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন জনমুখী অর্থনৈতিক প্রকল্পের আর্থিক সাহায্য পাওয়া নিয়ে বারবার সংবাদ শিরোণামে উঠে এসেছে বসিরহাট মহকুমার বাদুড়িয়া ব্লক। বসিরহাট মহকুমার বনগাঁ লোকসভার স্বরূপনগর বিধানসভার বাদুড়িয়া ব্লকের রামচন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের ষাটোর্ধ্ব বৃদ্ধা সবিতা পাল দুয়ারে সরকারের মাধ‍্যমে বার্ধক্য ভাতার জন‍্য আবেদন করেছিলেন। কিন্তু তার ব‍্যাঙ্কের অ্যাকাউন্টে ভাতার অর্থ ঢোকেনি। আবার অন‍্যদিকে বসিরহাট মহকুমার বাদুড়িয়া ব্লকের চন্ডীপুর গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত সদস‍্য ৩৪ বছর বয়সী আব্দুল সাদেক সরদারের অ্যাকাউন্টে বার্ধক্য ভাতার টাকা ঢোকে। সাংবাদিকদের প্রশ্নে তিনি জানান, ” তার ২০১৮ সালে তৈরি একটি অ্যাকাউন্টে এই বার্ধক্য ভাতার টাকা ঢুকেছে বলে আমি শুনলাম। কিন্তু আমি এখনো ব‍্যাঙ্কের পাসবুক আপডেট করিনি। আমি স্থানীয় বিডিওকে লিখিত জানিয়েছি, যাতে এই ভাতা ঢোকা অবিলম্বে বন্ধ হয়। আমার মনে হয়, প্রযুক্তিগত ত্রুটির কারণে এই সমস্যা হয়েছে।” দরিদ্র বৃদ্ধা সবিতা পাল তেঁতুলিয়া-মছলন্দপুর রোডে বাদুড়িয়া ব্লকের রামচন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের বুরুজ গ্রামের জলের বড় পাইপের মধ‍্যে বসবাস করেন। তিনি জানান,” আমি এই বৃদ্ধ বয়সে দুয়ারে সরকারে বার্ধক্য ভাতার জন‍্য আবেদন করেছিলাম। কিন্তু আমার অ্যাকাউন্টে কোন টাকা ঢোকেনি। আমি বিডিও কে জানিয়েছি, যাতে আমার এই অসহায় অবস্থা থেকে মুক্তি পাই।” পশ্চিমবঙ্গ রাজ‍্য তৃণমূল এস সি এস টি ও বি সি সেলের সাধারণ সম্পাদক সঞ্জীব মন্ডল বলেন, ” একটি ক্ষয়িষ্ণু বিরোধী শক্তি সরকারের এই দুয়ারে সরকারের মতো এই জনমুখী প্রকল্পকে কালিমালিপ্ত করবার উদ্দেশ্যে এই আসরে নেমেছে। কিন্তু বাংলার মা বোনেরা সরকারের এই প্রকল্পের সুবিধা দারুণভাবে উপভোগ করছেন।” চন্ডীপুর গ্রাম পঞ্চায়েত প্রধান সোনালী খাতুন বলেন,” আমরা পুরো বিষয়টা বিডিও সাহেবকে জানিয়েছি। তিনি আমাদেরকে সমস্তরকম সহযোগিতার আশ্বাস দিয়েছেন।” অসহায় সবিতা পাল এখনো তার ঝাপসা দুচোখে আশা দেখছেন, তিনি পাবেন বার্ধক্য ভাতার টাকা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

thirteen − eleven =