প্রশাসনিক নির্দেশ অমান্য করে সাগর সমুদ্রতটে মদ্যপান,আটক পর্যটক।

ঘনিয়ে আসছে প্রাকৃতিক বিপর্যয় মাইক প্রচার শুরু করেছে প্রশাসন । প্রশাসনের নির্দেশ অমান্য করে সমুদ্রতটে জড়ো হওয়া এবং সমুদ্রে তটে বসে মদ্যপান করার অপরাধে চারজনকে আটক করলো সাগর কোস্টাল থানার পুলিশ। ইতিমধ্যে থানাতে তাদের নিয়ে যাওয়া হয়েছে জিজ্ঞাসাবাদের জন্য। স্থানীয় সূত্রে জানা গিয়েছে আবহাওয়া দপ্তর ঘোষণা সেইমতো ঝড়ো হাওয়া বৃষ্টি দেখা না গেলেও গভীর রাত থেকে শুরু হয়েছে ঝির ঝিরে বিষ্টি হালকা ঝড়ো হাওয়া। সঙ্গে সমুদ্র উত্তাল।ইতিমধ্যে গঙ্গাসাগর এলাকায় বেশ কিছু পর্যটক রয়ে গিয়েছেন। সকাল হতেই সমুদ্রস্নানে নামে তারা। তবে প্রশাসনের পক্ষ থেকে পর্যটকদের সতর্ক করে মাইক প্রচার কিন্তু চলছে।পর্যটকদের যাতে কোনো বিপদ না ঘটে টহল দিচ্ছে প্রশাসনের লোকজন। এবং সকলকে সান করে উপরে উঠে আসার জন্য নির্দেশ দেওয়া হচ্ছে। বিকাল থেকে পর্যটকদের সমুদ্রতটে আসা নিষিদ্ধ করা হয়েছে প্রশাসনের পক্ষ থেকে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

one × one =