প্রাণনাশের হুমকি হেরে যাওয়া তৃণমূল প্রার্থী কে।

কামারহাটি পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী মহম্মদ খালেক অভিযোগ করেন ভোটের আগের দিন রাত পর্যন্ত দলের বেশ কয়েকজন যারা তার সাথে ছিলো তারা ভোটের দিন সকালে তারা সি পি আই এম ও নির্দল প্রার্থীর সাথে হাত মিলিয়ে তাকে হারানোর জন্য কাজ করে। ভোটের ফল বের হবার পর তিনি যখন হেরে যান তখন থেকে তাঁকে এবং তারসাথে থাকা লোকেদের নানা রকম ভাবে হুমকি দিচ্ছেন ৫ নম্বর ওয়ার্ডের জয়ী সি পি আই এম প্রার্থী আফজাল খান ও নির্দল প্রার্থী ইজরারুল হক। মহম্মদ খালেক তৃণমূল মাইনোরিটি সেলের সহঃ সভাপতি হবার পরও তাঁকে এই ধরনের হুমকি দেওয়ায় সে আতঙ্কিত হয়ে ব্যারাকপুর পুলিশ কমিশনার মনোজ ভার্মার কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন।
যদিও যার বিরুদ্ধে অভিযোগ সেই জয়ী সি পি আই এম প্রার্থী আফজাল খান অভিযোগ অস্বীকার করে বলেন তিনি সি পি আই এমের জয়ী কাউন্সিলর তার এতো ক্ষমতা নেই তৃণমূলের প্রার্থী কে হুমকি দেবে। এটা সম্পূর্ণ মিথ্যা অভিযোগ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

15 + three =