প্রাথমিকে শিক্ষক নিয়োগ দুর্নীতিতে এবার নাম জড়ালো শুভ্রাংশু রায়ের৷
২০১৪ সালের প্রাথমিকে শিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগ মুকুল পুত্র শুভ্রাংশু রায়ের বিরুদ্ধে।অভিযোগ, তৃণমূল কংগ্রেসে থাকাকালীন বিধায়ক শুভ্রাংশুর লেটারহেডে প্রাথমিকে শিক্ষক হিসেবে নিয়োগ করার জন্য সুপারিশ করা হয়েছিল৷ যাদের নাম সুপারিশ করা হয়, তারা কেউই ২০১৪ সালের টেট পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেননি।এই নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেছে বিজেপির আইনজীবী নেতা তরুণজ্যোতি তিওয়ারি।
দায়ের করা মামলায় বিজেপি দাবি করেছে, তৃণমূল বিধায়করা নিজেদের লেটার হেডে নাম লিখে প্রাথমিকে চাকরি প্রার্থীদের জন্য সুপারিশ করেছেন। এমনই তৃণমূলের তিন বিধায়কের প্যাডে লেখা চিঠি আদালতের কাছে তুলে দেওয়া হল।রাজ্যের মৎস্যমন্ত্রী অখিল গিরি।হুগলির বলাগড়ের বিধায়ক অসীম মাঝি ও মুকুল রায়ের পুত্র বীজপুরের প্রাক্তন বিধায়ক শুভ্রাংশু রায়ের লেটার হেডে করা নাম সুপারিশ করেছিলেন ৷