ইডির মামলায় মানিক ভট্টাচার্যের জামিনের পর সিবিআইয়ের মামলায় জামিন পেলেন তাপস মণ্ডল। তাপস মণ্ডলের সঙ্গে জামিন পেলেন এস বসু রায় কোম্পানির আধিকারিক কৌশিক মাঝিও। প্রাথমিক শিক্ষা পর্ষদের অপসারিত সভাপতি মানিক ভট্টাচার্য ঘনিষ্ঠ তাপস মণ্ডল। গ্রেফতারির দেড় বছরের বেশি সময় পর জামিন পেলেন তিনি। এদিন আদালতে তাপস মণ্ডলের আইনজীবী সওয়াল করেন, ‘৫৯৫ দিন জেলে, এখনও বিচারপ্রক্রিয়া শুরু হয়নি। গত বছর ১৯ ফেব্রুয়ারি গ্রেফতার করা হয় মানিক ভট্টাচার্য ঘনিষ্ঠ তাপস মণ্ডলকে।
Home কলকাতা