প্রায় দেড় ঘন্টার রেল অবরোধ ঘিরে চাঞ্চল্য রানাঘাট স্টেশনে

প্রায় দেড় ঘন্টার রেল অবরোধ ঘিরে চাঞ্চল্য রানাঘাট স্টেশনে

লোকাল ট্রেন চালু করার দাবি নিয়ে প্রায় দেড় ঘণ্টা ধরে ট্রেন অবরোধ করল যাত্রীরা। অবরোধের ফলে চূড়ান্ত হয়রানির শিকার যাত্রীদের। নদীয়া রানাঘাট রেল স্টেশন এর ঘটনা। জানা যায় করোনার আগে রানাঘাট স্টেশন থেকে একটি ৮:৩৫ এর রানাঘাট- শিয়ালদহ লোকাল ট্রেন চলত। করোনার কারণে সেই ট্রেনটি বাতিল করে দেওয়া হয়। যাত্রীদের দাবি করণা সংক্রমণ অনেকটা কেটে গেল পুনরায় সেই ট্রেনটি আর চালু করা হয়নি। বারবার স্টেশন ম্যানেজার থেকে শুরু করে জেলা কর্তৃপক্ষকে জানিয়েছে তারা। যাত্রীদের দাবি ওই ট্রেনটিতে রানাঘাট এলাকার প্রচুর ব্যবসায়ীরা যাতায়াত করেন। কিন্তু পুনরায় সেই ট্রেনটি চালু না করার কারণে প্রচুর সমস্যায় পড়তে হয় তাদের। এদিন আবারও সে ট্রেনটি চালু করার দাবি নিয়ে রানাঘাট স্টেশন ম্যানেজারের কাছে গেলে তিনি যাত্রীদের সঙ্গে খারাপ আচরণ করে বলে অভিযোগ। এরপরেই যাত্রীরা উত্তেজিত হয়ে ট্রেন অবরোধ করেন। যার কারণে একাধিক লোকাল ট্রেন সহ দূরপাল্লার ট্রেন আটকে পড়ে রানাঘাট স্টেশনে। সমস্যায় পড়তে হয় যাত্রীদের। প্রায় দেড় ঘণ্টা অবরোধ চলার পর রেল পুলিশ এবং জিআরপির তত্ত্বাবধানে অবরোধ তুলে নেয় তারা। অবরোধকারীদের দাবি আগামী দিনের ওই ট্রেনটি চালু না করা হলে পুনরায় তারা আন্দোলনে নামবেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

seven − 7 =