প্রায় ১১মাস পর বাজলো স্কুলের ঘন্টা।

প্রায় ১১মাস পর বাজলো স্কুলের ঘন্টা।

দীর্ঘ লকডাউন কাটিয়ে প্রায় ১১ মাস পর ফের শুরু হল পড়ুয়াদের আনাগোনা।পিঠে ব‍্যাগ নিয়ে রাস্তায় দেখা গেল সেই চেনা ছবি। করোনা আবহের কথা মাথায় রেখেই ২০২০ সালের মার্চ মাসেই বন্ধ করে দেওয়া হয় সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান।করোনার টিকাকরণ শুরু হতেই সমস্ত স্বাস্থ‍্যবিধির কথা মাথায় রেখে সরকার থেকে শিক্ষা প্রতিষ্ঠান খোলার সিদ্ধান্ত নেওয়া হয়।তবে এখনই খুলছে না কলেজ। শুক্রবার নবম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত পড়ুয়াদের জন্যই পঠন পঠনের জন্য খোলা হলো স্কুল।প্রতিটি পড়ুয়াকে মুখে মাস্ক লাগিয়ে আসতে হবে স্কুলে।যে সমস্ত পড়ুয়ারা মাস্ক পরে আসেননি তাদেরকে স্কুল থেকে মাস্ক দেওয়া হচ্ছে। পাশাপাশি বাড়ি থেকে আনতে হবে জলের বোতল। স্কুলে ঢোকার সময় থার্মাল স্ক্রিনিং করে পড়ুয়াদের শরীরের তাপমাত্রা মাপা হয়।শারীরিক তাপমাত্রা স্বাভাবিক থাকলে তবেই স্কুলে প্রবেশের অনুমতি রয়েছে পড়ুয়াদের।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

5 × one =