প্রায় ২৪ ঘন্টা পরে গঙ্গার জলে তলিয়ে যাওয়া দুই যুবকের মধ্যে এক যুবকের মৃত দেহ উদ্ধার,

উল্লেখ্য গতকাল দুপুর একটা নাগাদ শান্তিপুর দু নম্বর রেলগেট সংলগ্ন বাগচীর বাগান এলাকা থেকে একটি বাইকে চেপে চার যুবক শান্তিপুর স্টিমারঘাট গান্ধীঘাটে আসে, এরপর চার বন্ধু ইউটিউব ভিডিও করবে বলে গঙ্গার ঘাটে স্নান করতে নামে। স্নান করতে করতেই হঠাৎই দুই যুবক জলে তলিয়ে যায়। ঘটনার পর থেকেই দুই যুবকের দেহর সন্ধানে স্থানীয় লোকজন সহ ডুবুরি নামিয়ে তল্লাশি চালানো হয়। যদিও ঘটনাস্থলে সর্বক্ষণ উপস্থিত থাকে শান্তিপুর থানার পুলিশ, গতকাল দুপুরের পর থেকে একইভাবে ওই যুবকদের দেহর সন্ধানে তল্লাশি চালায় বিপর্যয় মোকাবিলা বাহিনী। সোমবার বেলা দুটো নাগাদ শান্তিপুর গবার চর তালতলার গঙ্গার ঘাটে এক যুবকের দেহ জলে ভাসতে দেখে স্থানীয়রা। এর পরেই ওই গঙ্গার ঘাটে গিয়ে ওই যুবকের দেহ উদ্ধার করে বিপর্যয় মোকাবিলা বাহিনী। জানা যায় উদ্ধার হওয়া মৃত যুবকের নাম আকাশ সরকার। যুবকের মৃত দেহ উদ্ধারের খবর শুনেই ঘটনাস্থলে পৌঁছায় পরিবার, এরপর কান্নায় ভেঙে পড়ে গোটা পরিবার। যদিও এই ঘটনায় গঙ্গার ঘাট সহ এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। মৃতদেহটি উদ্ধার করেছে শান্তিপুর থানার পুলিশ, এছাড়াও ময়নাতদন্তের জন্য পাঠানোর ব্যবস্থা করে। স্বভাবতই একই সাথে দুই যুবকের গঙ্গার জলে তলিয়ে যাওয়ার ঘটনায় গত ২৪ ঘন্টায় রীতিমতো চাঞ্চল্য সৃষ্টি হয়। আজ অবশেষে উদ্ধার হলো এক যুবকের মৃত দেহ। শান্তিপুর এক নম্বর ওয়ার্ডের বিজেপি কাউন্সিলর মহানন্দ বিশ্বাস বলেন, সাঁতার না জানার কারণে এই দুর্ঘটনা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

3 − 2 =