প্রায় ২৫০ বছরের প্রাচীন মহিষদলের রথ।
গতকাল রাত থেকে বহু মানুষ ভিড় আসতে শুরু করেছে। সতর্ক রয়েছে মহিষাদল প্রশাসন। বাড়ানো হয়েছে নিরাপত্তা। এই রথের বিশেষ বৈশিষ্ট্য হল এখানে জগন্নাথ বলরাম সুভদ্রার বদলে মহিলাদল রাজবাড়ী কুলদেবতা মদন গোপাল জীউ রথে চড়ে মাসির বাড়ি যায়