প্রার্থী তালিকায় নাম না থাকা নিয়ে অসন্তোষ বালিতে।
বালিতে স্থানীয় সক্রিয় রাজনৈতিক কর্মীকেই প্রার্থী করতে হবে এমনটাই দাবি তুলেছিলেন বালির প্রাক্তন কাউন্সিলররা।কিন্তু দলীয় নেতৃত্ব বালিতে প্রার্থী চিহ্নিত করল স্থানীয় বাসিন্দা তথা পরিচিত চিকিৎসক রানা চট্টোপাধ্যায়কে।প্রার্থী ঘোষণার পরের দিন শনিবার সকালে রানাকে সঙ্গে নিয়েই বালিতে ‘দিদির দূত’ পদযাত্রা করলেন মন্ত্রী অরূপ রায়।বর্ণাঢ্য সেই কর্মসূচিতে দেখা গেল না দুই কাউন্সিলরকে।কৈলাশ মিশ্র ও চৈতালী বিশ্বাসের অনুপস্থিতি নিয়ে অবশ্য অরূপ রায়ের দাবি, কেউ হয়ত ব্যক্তিগত কাজে আছেন।১৬ জন কাউন্সিলরই ভূমিপুত্র রানাকে জেতাতে ঝাঁপিয়ে পড়বে।তবে ওই দুই কাউন্সিলরের অনুপস্থিতিতে প্রার্থী নিয়ে রাজনৈতিক অসন্তোষ রয়ে গিয়েছে সেটা বলাই বাহুল্য।