প্রার্থী তালিকা ঘোষণার আগেই নিজের নাম দেওয়ালে লেখলেন বিধায়ক।
নির্বাচন ঘোষণা হলেও এখনো পর্যন্ত কোনো রাজনৈতিক দলই নিজেদের প্রার্থী তালিকা ঘোষণা করে নি।২৯৪ টি আসনে কে কে প্রার্থী হচ্ছে, তা নিয়ে কোনো তালিকা তৃণমূলের তরফ থেকে প্রকাশিত হয়নি এখনো। কিন্তু ভিন্ন চিত্র ধরা পড়ল গোসাবায়।গোসাবা বিধানসভা কেন্দ্রের বিভিন্ন দেওয়ালে মাসখানেক আগে থেকেই তৃণমূল প্রার্থী হিসেবে নাম লেখা হয়েছে বিদায়ী বিধায়ক জয়ন্ত নস্করের।সোমবার গোসাবা বিধানসভা কেন্দ্রের চুনাখালি গ্রাম পঞ্চায়েতের নাপিতপাড়া এলাকায় দলীয় কর্মী সমর্থকদের সাথে নিয়ে নিজেই দেওয়াল লিখলেন বিধায়ক জয়ন্ত নস্কর।বিধায়ক জয়ন্ত নস্কর দাবি করেছিলেন, তিনি বারণ করলেও কর্মীরা নিজেদের উৎসাহেই দেওয়াল লিখন করতে শুরু করেছেন।শুধু দলীয় প্রতীক আঁকা নয়, প্রার্থী হিসেবে তার নাম কর্মীরাই লিখেছেন।তবে এবার বিধায়ক নিজেই নিজের নাম লিখলেন দেওয়ালে।নিজের নাম থেকে শুরু করে দলীয় প্রতীক চিহ্ন সবই নিজের হাতে আঁকলেন জয়ন্ত।