প্রেমিককে সঙ্গে নিয়ে স্বামীকে খুনের চেষ্টা, গ্রেপ্তার প্রেমিক

প্রেমিককে সঙ্গে নিয়ে স্বামীকে খুনের চেষ্টা, গ্রেপ্তার প্রেমিক

প্রেমিককে সঙ্গে নিয়ে স্বামীকে খুনের চেষ্টা করেছিল স্ত্রী। স্টিল টাউনশিপের হর্ষবর্ধন রোডের এই ঘটনার তদন্তে নেমে আসানসোল থেকে প্রেমিক সৌরভ রায়কে গ্রেপ্তার করল দুর্গাপুর থানার পুলিশ। রবিবার ধৃত সৌরভকে দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করা হলে বিচারক তাঁকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন। হর্ষবর্ধন রোডের বাসিন্দা ডিএসপির কর্মী প্রশান্ত কির্তনীয়ার স্ত্রী দেবশ্রীর সঙ্গে সৌরভের অবৈধ সম্পর্ক ছিল। গত ১৫ তারিখ রাতে হর্ষবর্ধন রোডের বাড়িতে সৌরভ ও দেবশ্রী দুজনে মিলে প্রশান্তকে মারধর করে তাঁর গলায় দড়ির ফাঁস লাগিয়ে খুনের চেষ্টা করে বলে অভিযোগ। পুলিশ এসে প্রশান্তকে উদ্ধার করে ডিএসপি মেন হাসপাতালে ভর্তি করে। ঘটনার তদন্তে নেমে পুলিশ গ্রেপ্তার করে সৌরভকে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

4 × two =