প্রেমিক আত্মঘাতী প্রেমিকা আটক।
বসিরহাট থানার ১৪,নম্বর ওয়ার্ডের কলেজ পাড়ার ঘটনা। বছর ২০ সৌরভ দাস একটি মোবাইল কোম্পানির সংস্থায় চাকরি করতো। গত দুই বছর আগে বাদুড়িয়া থানার কাটিয়াহাট এলাকার বছর ১৯ এর তরুনীর সঙ্গে তার প্রেম প্রণয় ভালোবাসা সম্পর্ক গড়ে ওঠে। তারপর দীর্ঘ দিন ধরে একাধিকবার ফোনে কথা-দেখাশুনো চলত, দুই বছর ধরে সম্পর্ক গড়ে ওঠে। হঠাৎই গত ৭,দিন আগে এই সম্পর্ক নিয়ে সৌরভের সঙ্গে তার প্রেমিকার মনোমালিন্য হতে শুরু করে। কারণ প্রেমিকার পছন্দ নয় প্রেমিকের। এই নিয়ে বচসা গন্ডগোল শুরু হয়। গতকাল রবিবার গভীর রাত্রে প্রেমিকের তার শেষ ফোন। কলেজপাড়া নিজের বাড়ির ঘর থেকে সৌরভের ঝুলন্ত দেহ দেখতে পায় তার বাবা-মা । পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে বসিরহাট থানার পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে, ময়নাতদন্তের জন্য বসিরহাট জেলা হাসপাতালে পাঠিয়েছে। প্রাথমিক অনুমান প্রেমে প্রত্যাখ্যাত হয়ে যুবক আত্মঘাতী হয়েছে। তদন্ত শুরু করেছে পুলিশ প্রেমিকাকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে বসিরহাট থানার পুলিশ।
