প্রয়াত গজলশিল্পী ভূপিন্দর সিং,সংগীত জগতে শোকের ছায়া।

দিন দশেক আগেই ভর্তি হয়েছিলেন হাসপাতালে।প্রয়াত গায়ক ভূপিন্দর সিং।এদিন শেষকৃত্য সম্পন্ন হবে। শোকের ছায়া সংগীত জগতে।গজলশিল্পী হিসেবে খ্যাতি ছিল দেশজোড়া।ভূপিন্দর সিংয়ের কণ্ঠ চিরকাল মনে থেকে যাবে শ্রোতাদের।কিন্তু তিনি নিজে আর রইলেন না!ঘড়িতে তখন ৭টা ৪৫ মিনিট।সন্ধ্যায় মুম্বইয়ের জুহুর একটি হাসপাতালে শেষনিঃশ্বাস ত‍্যাগ করলেন শিল্পী।বয়স আশি পেরিয়ে গিয়েছিলেন।শারীরিক নানা সমস্যায় ভুগছিলেন খ্যাতনামা এই গজলশিল্পী।অসুস্থতা এতটাই বেড়েছিল যে, দিন দশক আগে হাসপাতালে ভর্তি করতে হয় তাঁকে।চিকিৎসকদের অনুমান, কোলন ক্যানসারে আক্রান্ত হয়েছিলেন ভূপিন্দর সিং।তার উপর আবার করোনা টেস্টেরও রিপোর্ট পজিটিভ এসেছিল।ফলে বয়োপসি আর করা যায়নি।ভূপিন্দর সিংয়ের জন্ম অমৃতসরে।এরপর অল ইন্ডিয়া রেডিও-তে পেশাদার সংগীতশিল্পী যোগ দেন ভূপিন্দর সিং।পরে দূরদর্শনের সঙ্গেও যুক্ত হন।স্ত্রী মিতালি সিং-ও জনপ্রিয় সংগীত শিল্পী।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

three × 5 =