প্রয়াত ‘ডিস্কো কিং’।
৯ দিনের ব্যবধানে সংগীত জগতে ৩ নক্ষত্রপতন। লতা, সন্ধ্যার পর প্রয়াত কিংবদন্তি সুরকার- সঙ্গীতশিল্পী বাপ্পি লাহিড়ি।গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়ের মৃত্যুর ২৪ ঘন্টা পেরোতে না পেরোতেই আরো এক মৃত্যু সংবাদ যেন গোটা দুনিয়াকে থমকে দিয়েছে। একের পর এক ইন্দ্রপতন সঙ্গীত জগতে।গতকালই গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তারই মধ্যে বুধবার সাত সকালে হঠাৎই খবর, মুম্বইয়ের এক বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন বাপ্পি লাহিড়ী। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৯ বছর। রাত ১১টা নাগাদ মুম্বাইয়ের জুহুর একটি নার্সিংহোমে জীবনাবসান হয় কিংবদন্তি শিল্পীর।
১৯৭০ থেকে ৮০-এর দশকে হিন্দি ছায়াছবির জগতে অন্যতম জনপ্রিয় নাম হয়ে উঠেছিল বাপ্পি লাহিড়ী। ‘ডিস্কো ডান্সার’, ‘শরাবি’-তে সুর দিয়েছিলেন তিনি। নিজের কন্ঠে একাধিক গানও উপহার দিয়েছেন জনতাকে।সোনায় মুড়ে থাকতে ভালবাসতেন ডিস্কো কিং ।সোনার প্রতি এক আলাদাই ঝোঁক ছিল বাপ্পিদার। তার এই চলে যাওয়ায় শিল্পীমহলে শোকের ছায়া নেমে এসেছে।