হঠাৎই গুরুতর অসুস্থ হয়ে কলকাতার একটি বেসরকারী হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন বহরমপুর পৌরসভার পৌরপিতা নীল রতন আঢ্য। গত ৩ দিন আগে কোমায় চলে যান, এরপরই গতকাল রাতে মৃত্যু হয় তার। মৃত্যুকালে বয়স হয়েছিল ৬৯ বছর। দীর্ঘ ১৮ বছর বহরমপুর পৌরসভার পৌরপিতা ছিলেন নীল রতন আঢ্য। পাশাপাশি তিনি ৪৫ বছর কাউন্সিলরও ছিলেন। তার জীবন শুরু করেছিলেন ছাত্র রাজনীতি দিয়ে। কার্যত পৌরসভার পৌরপিতা নীল রতন আঢ্য-র মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে এলাকায়।