প্রয়াত ১ টাকার ডাক্তার পদ্মশ্রী সুশোভন বন্দ্যোপাধ্যায় ,কান্নায় ভেঙে পড়লেন অনুব্রত।

প্রয়াত পদ্মশ্রী ১ টাকার ডাক্তার সুশোভন বন্দ্যোপাধ্যায়।কলকাতার একটি বেসরকারি হাসপাতালে এদিন সকাল ১১-৪৫ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।গরীব-দুঃস্থ মানুষকে মাত্র ১ টাকায় চিকিৎসা পরিষেবা দেওয়ার জন্য ২০২১ সালের ৮ নভেম্বর,রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ এর হাত থেকে ‘পদ্মশ্রী’ সম্মান পান।বেশ কিছুদিন ধরে বার্ধক্যজনিত কারণে ভুগছিলেন তিনি ৷কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন।এ দিন সকালে তাঁর মৃত্যু হয় ৷ মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৪ বছর।তাঁর প্রয়াণে শোকাহত বোলপুর-শান্তিনিকেতনবাসী৷এই এলাকার কয়েক হাজার মানুষের চিকিৎসা করেছেন,তাঁর হাত ধরে সুস্থ হয়ে উঠেছেন হাজার হাজার মানুষ।দীর্ঘ দিন রাষ্ট্রপতি মনোনীত বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে কর্ম সমিতির সদস্য ছিলেন ডা: সুশোভন বন্দ্যোপাধ্যায়।বোলপুরের হরগৌরীতলার বাসিন্দা তিনি ৷এলাকায় ‘এক টাকার চিকিৎসক’ হিসাবে জনপ্রিয় ছিলেন তিনি।কংগ্রেসের হয়ে বোলপুরের বিধানসভায় বিধায়ক নির্বাচিত হয়েছিলেন সুশোভনবাবু।তৃণমূল কংগ্রেস গঠিত হওয়ার পর তিনি বীরভূমের তৃণমূলের প্রথম জেলা সভাপতি হয়েছিলেন।অনুব্রত মণ্ডল, চন্দ্রনাথ সিংহ, বিকাশ রায়চৌধুরী সহ বহু তৃণমূল নেতা রাজনীতিতে পদার্পণ করেছেন তাঁরই হাত ধরে।আর তার প্রয়াণে কান্নায় ভেঙে পড়লেন অনুব্রত মণ্ডল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

15 − eight =