প্লাস্টিক ক্যারিব্যাগ নিষিদ্ধ অভিযানে নামলো ইসলামপুর পৌরসভা।

এদিন ইসলামপুর পৌরসভার একটি বিশেষ টিম ইসলামপুর থানার পুলিশকে নিয়ে ইসলামপুর বাজারের বিভিন্ন এলাকায় অভিযান চালায়। অভিযানে নেমে ইসলামপুর বাজারের মাছ ও মাংস বাজারে একাধিক ব্যবসায়ীকে প্লাস্টিক ক্যারিব্যাগ রাখার অভিযোগে জরিমানা করা হয়। পাশাপাশি বেশ কয়েকজন ক্রেতাকেও বিক্রেতার কাছ থেকে জোরপূর্বক প্লাস্টিক ক্যারিব্যাগ দাবী করার অভিযোগে জরিমানা করা হয়। ইসলামপুর পৌরসভার বিশেষ টিম সূত্রে জানা গিয়েছে, প্রতিদিন এই ধরনের অভিযানে নামা হবে। ৭৫ মাইক্রনের নিচে প্লাস্টিক উদ্ধার হলে বিক্রেতাদের ৫০০ টাকা জরিমানা করা হচ্ছে এবং জোরপূর্বক প্লাস্টিক ক্যারিব্যাগ দাবী করা ক্রেতাদের ৫০ টাকা জরিমানা করা হচ্ছে। ৭৫ মাইক্রনের উর্দ্ধে ক্যারিব্যাগে ছাড় রয়েছে। আজকেও বেশকিছু ক্রেতা ও বিক্রেতার কাছে জরিমানা করা হয়েছে। তবে অভিযানের ফলে প্লাস্টিক ক্যারিব্যাগের ব্যবহার অনেকটাই কমেছে বলে ইসলামপুর পৌরসভার বিশেষ টিমের দাবী।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

two × four =