প্লাস্টিক দিন,গাছ আর বই উপহার নিন। এমন উদ্যোগে সাড়া পড়ে গেছে বর্ধমান বইমেলায়
৫কেজি প্লাস্টিক নিয়ে এলে পাবেন ১টি বই বা ১টি ফুলের চারা গাছ বা মাটির ব্যবহার্য জিনিষ । এটির উদ্বোধন করেন জাতীয় শিক্ষক তথা গাছ মাস্টার অরুপ চৌধুরী । তিনি তার গাছ গ্রুপের তরফে বেশ কিছুগাছও দেন বিতরণের জন্য। প্লাস্টিকের বদলে উপহার শীর্ষক এই উদ্যোগে মিলছে ব্যাপক সাড়াও। ইতিমধ্যেই বহু মানুষ প্লাস্টিকের বদলে গাছ বা বই ও নিয়ে গেছেন স্টল থেকে । উদ্যোক্তারা বইমেলা প্রাঙ্গনে পড়ে থাকা প্লাস্টিক কুড়িয়ে রাখছেন দেখে মেলায় আসা বইপ্রেমীরাও তাতে সাহায্য করছেন। স্বভাবতই সমগ্র বইমেলায় সাড়া ফেলছে এই স্টল । এছাড়াও এই স্টল থেকে বিক্রি হচ্ছে বেশ কিছু লেখকের বই,সমিতির সদস্যদের বানানো মাটির জিনিষ ।বিনামূল্যে বিতরণ হচ্ছে মাস্ক স্যানেটাইজার।