প্লাস্টিক দিন,গাছ আর বই উপহার নিন। এমন উদ্যোগে সাড়া পড়ে গেছে বর্ধমান বইমেলায়

প্লাস্টিক দিন,গাছ আর বই উপহার নিন। এমন উদ্যোগে সাড়া পড়ে গেছে বর্ধমান বইমেলায়

৫কেজি প্লাস্টিক নিয়ে এলে পাবেন ১টি বই বা ১টি ফুলের চারা গাছ বা মাটির ব্যবহার্য জিনিষ । এটির উদ্বোধন করেন জাতীয় শিক্ষক তথা গাছ মাস্টার অরুপ চৌধুরী । তিনি তার গাছ গ্রুপের তরফে বেশ কিছুগাছও দেন বিতরণের জন্য। প্লাস্টিকের বদলে উপহার শীর্ষক এই উদ্যোগে মিলছে ব্যাপক সাড়াও। ইতিমধ্যেই বহু মানুষ প্লাস্টিকের বদলে গাছ বা বই ও নিয়ে গেছেন স্টল থেকে । উদ্যোক্তারা বইমেলা প্রাঙ্গনে পড়ে থাকা প্লাস্টিক কুড়িয়ে রাখছেন দেখে মেলায় আসা বইপ্রেমীরাও তাতে সাহায্য করছেন। স্বভাবতই সমগ্র বইমেলায় সাড়া ফেলছে এই স্টল । এছাড়াও এই স্টল থেকে বিক্রি হচ্ছে বেশ কিছু লেখকের বই,সমিতির সদস্যদের বানানো মাটির জিনিষ ।বিনামূল্যে বিতরণ হচ্ছে মাস্ক স্যানেটাইজার।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

one × five =