প্লাস্টিক বর্জন অভিযানে নেমেছে বালি পুরসভা আধিকারিকরা

প্লাস্টিক বর্জন অভিযানে নেমেছে বালি পুরসভা আধিকারিকরা

ক্রেতা বিক্রেতা উভয় পক্ষকে জরিমানা করেও সতর্ক করা হয়েছে ইতিমধ্যেl আজ সকাল থেকে বালি বাজার অঞ্চলে যে সকল মানুষ প্লাস্টিক হাতে বাজারে এসেছে সেই সকল মানুষকে বালি পুরসভার পক্ষ থেকে ৫৩ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর বলরাম ভট্টাচার্য বাজারে আসা মানুষজনকে প্লাস্টিক বর্জনের সচেতন বার্তা এবং প্লাস্টিক ব্যাগের বদলে বালি পুরসভা স্টিকার লাগানো কাপড়ের ব্যাগ তুলে দেয়া হল। এইভাবে অভিযান চালালে আগামী দিনে হাওড়া সহ বালি প্লাস্টিকের দূষণ থেকে হাওড়া বালি শহর মুক্ত হবে l যেভাবে নর্দমা বুঝে রাস্তায় জল দাঁড়াচ্ছে প্লাস্টিক বর্জন করলে এই সমস্ত দুর্ভোগের কারণ থেকে বাঁচবে এবং পরিবেশ দূষণমুক্ত করা সম্ভব হবেl

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

16 + 4 =