পড়াশুনা করতে গিয়ে মেস থেকে এক আইনের ছাত্রের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার।
বুধবার সন্ধ্যায় বারাসাতের নারায়ণপুর এলাকার একটি মেস থেকে উদ্ধার করা হয় মুর্শিদাবাদের সুতি থানার মধুপুর এলাকার এক ছাত্রের মৃতদেহ। মৃত ওই ছাত্রের নাম মেহমুদ শেখ(২১)। ছাত্রের মৃতদেহ উদ্ধারের খবর আসতেই সুতি থানার মধুপুরের বাড়িতে কান্নার রোল পড়েছে। মৃত ছাত্র বারাসাতের নারায়ণপুর এলাকার কিংস্টন ল’ কলেজের তৃতীয় বর্ষের ছাত্র ছিলো বলেই পরিবার সূত্রে জানা গিয়েছে। জানা গিয়েছে, সপ্তাহ খানেক আগেই সুতি থানার মধুপুর এলাকা থেকে পড়াশুনার উদ্দেশ্যে বারাসাতের নারায়ণপুর এলাকায় গিয়েছিলো ওই ছাত্র মেহমুদ শেখ। অভিযোগ, নারায়ণপুর এলাকার একটি মেসে থেকেই পড়াশুনা করতো সে। তিনদিন আগেই মেস ছুটি হয়ে যায়। একসঙ্গে চার বন্ধু থাকলেও তিনজন বন্ধু বাড়ি চলে যান। কিন্তু মেসেই থেকে যান সুতির ছাত্র মেহমুদ। বুধবার দুপুরে পরিবারের সঙ্গে শেষ কথা হয় তার। সন্ধ্যাতেই মেহমুদের মৃত্যুর খবর আসে। মৃত্যুর সঠিক কারণ জানা না গেলেও মানসিক অবসাদেই গলায় ফাঁস দিয়ে আত্নহত্যা করেছে বলেই পরিবার সূত্রে খবর। পুলিশ মৃতদেহ ময়নাতদন্তে পাঠিয়েছে। ময়নাতদন্ত সম্পন্ন হলেই দেহ বাড়ি ফিরিয়ে নিয়ে আসা হবে।