রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থাকে আরও সুন্দরভাবে গড়ে তুলতে রাজ্য সরকারের পক্ষ থেকে জেলায় বেশ কয়েকটি মেডিকেল কলেজ গড়ে তুলেছে রাজ্য সরকার। তার মধ্যে রয়েছে পূর্ব মেদিনীপুর জেলার তাম্রলিপ্ত গভর্মেন্ট মেডিক্যাল কলেজ।তমলুকে পূর্ব মেদিনীপুর জেলা হাসপাতাল চত্বরের খালি জমিতেই গড়ে উঠছে তাম্রলিপ্ত গভর্মেন্ট মেডিক্যাল কলেজের ক্যাম্পাস।তাম্রলিপ্ত গভর্মেন্ট মেডিক্যাল কলেজে আগেই নিয়োগ হয়েছে প্রিন্সিপাল ও ভাইস প্রিন্সিপাল।নিয়োগ হয়েছে ১৫ জন অধ্যাপক বা ফ্যাকাল্টি।আনুষ্ঠানিকভাবে কলেজের শুভ উদ্বোধন হলেও শুক্রবার পড়ুয়াদের স্বাগত জানিয়ে এক অনুষ্ঠানের মধ্যদিয়ে পঠনপাঠন শুরু করা হয়।প্রথমবর্ষে মোট ১০০ জন পড়ুয়া নিয়ে পঠনপাঠনের নির্দেশ মেলে।সেই মতো ৯০ জন পড়ুয়া ভর্তি হয়েছে। আগামী কয়েক দিনের মধ্যে বাকি ১০ জনকে ভর্তি করা হবে বলে জানান কলেজের প্রিন্সিপাল শর্মিলা মল্লিক।তমলুকের মতো শহরে মেডিক্যাল কলেজে পড়ুয়ার সুযোগ মেলায় খুশি পড়ুয়ারা।