ফরাক্কার এনটিপিসি কর্তৃপক্ষের প্রতিষ্ঠাতা দিবস পালন
রবিবার সকালে এনটিপিসি ৭ নভেম্বর ১৯৭৫ সালে ভারতবর্ষে প্রথম প্রতিষ্ঠিত হয়। প্রথমে ইন্দ্রিরা গান্ধীর মূর্তিতে মাল্য দান, পতাকা উত্তোলন, জাতীয় সংগীতের মধ্যে দিয়ে প্রতিষ্ঠিতা দিবস পালন হয়।
প্রতিষ্ঠাতা দিবস উপলক্ষে ফারাক্কার এনটিপিসির গ্রুপ জেনেরাল ম্যানেজার সঞ্জীব কুমার বিকলাঙ্গ ৫ জনকে ট্রাইসাইকেল, ফারাক্কার ১২ টি স্কুলের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক মোট ৬১ জন ছাত্রছাত্রী ও ১ জন এমবিবিএস ছাত্রের হাতে উৎকর্ষ স্কলারশিপ তুলে দিলেন। এছাড়া এনটিপিসি সিএসআরের মাধ্যমে প্রায় ৫০ জন মহিলাকে সনির্ভর করার জন্য ২ মাসের ক্যাথাস্টিজ প্রশিক্ষন শেখানোর ব্যবস্থা করা হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফারাক্কার এনটিপিসি এজিএম এইচ আর জিয়াউর রহমান, ফারাক্কার উদিতা লেডিস ক্লাবের সভাপতি মায়া সিং, ফারাক্কার এনটিপিসির সিআইএসএফ কমানডেন্ট মনিষ রায় ও এনটিপিসি কর্তৃপক্ষ।
