ফলতায় গ্রেপ্তার দেবীপুর তৃণমূল গ্রাম পঞ্চায়েতের প্রধান।
গ্রেফতার হল ফলতা পঞ্চায়েত সমিতির দেবীপুর গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের প্রধান সনাতন প্রামানিক।অভিযোগ,এক মাছ ব্যবসায়ীর থেকে মাছ নেওয়ার পর তাকে মাছের দাম দেয়নি ওই প্রধান। মাছের দাম চাইলে ওই মাছ ব্যবসায়ী মনোরঞ্জন হালদারকে বেধড়ক মারধর করে অভিযুক্ত পঞ্চায়েত প্রধান সনাতন প্রামানিক।সেই অভিযোগের ভিত্তিতে এদিন সকালে ডায়মন্ডহারবারের এসডিপিও মিতুন কুমার দে-র নেতৃত্বে বিশাল পুলিশবাহিনী ঘটনাস্থলে গিয়ে গ্রেপ্তার করে ওই প্রধানকে।কয়েকদিন আগে ফলতার এক ইঞ্জিনিয়ার কুন্তল মজুমদার ও পেশায় শিক্ষিকা তার স্ত্রী জুহি মজুমদারের কাছে তাদের জায়গায় মাটি ফেলার জন্য দু’লক্ষ টাকা দাবী করেছিল এই প্রধান এবং টাকা না দেওয়ায় রাস্তায় ফেলে বাঁশ দিয়ে পেটানো হয় ওই দম্পতিকে।সেই ভিডিও ভাইরাল হয়েছিল বিভিন্ন সোশ্যাল মিডিয়ায়। ওই প্রধানের আতঙ্কে প্রায় মাঝখানে ঘরছাড়া ছিলেন ওই দম্পতি।এরপর ডায়মন্ড হারবার এসিজেএম আদালতে মামলা করা হয়েছিল ওই প্রধানের বিরুদ্ধে। তবে এই ঘটনায় তিনি আগাম জামিন নিয়েছিলেন।এই ঘটনার মাসখানেকের মধ্যে পুনরায় মারামারির ঘটনায় গ্রেপ্তার হলেন অভিযুক্ত প্রধান।