ফাঁকা রাস্তায় মাথায় বন্দুক ঠেকিয়ে লক্ষাধিক টাকা ছিনতাই

ফাঁকা রাস্তায় মাথায় বন্দুক ঠেকিয়ে লক্ষাধিক টাকা ছিনতাই

ঘটনায় চাঞ্চল্য ছড়ায় ঢোলাহাট থানার পাথরবেড়িয়া এলাকার।জানাযায়, শুক্রবার নিজের বাড়ি ঢোলা মাদারপাড়া এলাকা থেকে হরিনডাঙাতে নিজের কিয়স্কে যাচ্ছিলেন ফিরোজ মির। তার কাছে ১ লক্ষ ৮৬ হাজার টাকা ছিলো কিয়স্ক চালানোর জন্য। এরই মাঝে পাথরবেড়িয়াতে ফাঁকা রাস্তায় ৩ সশস্ত্র দুষ্কৃতি মুখে কাপড় ঢাকা অবস্থায় ঘিরে ফেলে ফিরোজকে। মাথায় বন্দুক ঠেকিয়ে তার থেকে ১ লক্ষ ৮৬ হাজার টাকা নিয়ে চম্পট দেয় ছিনতাইকারিরা। পরে ঘটনায় ঢোলা থানায় অভিযোগ দায়ের করে ফিরোজ পাইক। অন্যদিকে দিনদুপুরে মাথায় বন্দুক ঠেকিয়ে ছিনতাইয়ের ঘটনায় আতঙ্কিত এলাকার বাসীন্দারা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

two × three =