আইপিএলের (IPL 2024) পয়েন্ট টেবিলের প্রথম দুটো স্থানে থাকা দুটো দল। আজ ফাইনালে তারাই পরস্পর মুখোমুখি। কলকাতা নাইট রাইডার্স ও সানরাইজার্স হায়দরাবাদ। আইপিএলের ইতিহাসে দুটো দলের কাছেই ট্রফি জয়ের অভিজ্ঞতা রয়েছে। ২০১৬ সালে সানরাইজার্স হায়দরাবাদ শেষবার ডেভিড ওয়ার্নারের নেতৃত্বে ট্রফি জিতেছিল। তার আগে দ্বিতীয় আইপিএলে চ্যাম্পিয়ন হয়েছিল নিজামের শহর। তবে তখন দলের নাম ছিল হায়দরাবাদ ডেকান চার্জার্স। কেকেআরও দুবার এই ট্রফি জিতেছে। ২০১২ ও ২০১৪ দুটো মরশুমেই নাইটদের অধিনায়ক ছিলেন গৌতম গম্ভীর। আজ কে শেষ হাসি হাসবে? ২২ গজের ফাইনাল মহারণের আগে এক ঝলকে চোখ বুলিয়ে নেওয়া যাক দুটো দলের আইপিএল সংক্রান্ত কিছু পরিসংখ্যানের দিকে।

কলকাতা নাইট রাইডার্স ২০১২ ও ২০১৪ মরশুমে গৌতম গম্ভীরের নেতৃত্বে দুবার আইপিএল চ্যাম্পিয়ন হয়েছে। ২০১২ সালে প্রথমবার কেকেআর খেতাব জেতে চেন্নাই সুপার কিংসকে ফাইনালে ৫ উইকেটে হারিয়ে। সেই ফাইনালটিও চিপকেই হয়েছিল।

২০১৪ সালে দ্বিতীয়বার আইপিএল জেতে কেকেআর। ফাইনালে পাঞ্জাব কিংসের বিরুদ্ধে ৩ উইকেটে জয় ছিনিয়ে নিয়েছিল নাইটরা।

সানরাইজার্স হায়দরাবাদ ২০১৬ মরশুমে ডেভিড ওয়ার্নারের নেতৃত্বে খেতাব জেতে, ৮ উইকেটে আরসিবিকে হারায় তারা। এর আগে সানরাইজার্স যখন ডেকান চার্জার্স ছিল, তখন ২০০৯ সালে আরসিবিকে ৬ রানে হারিয়ে খেতাব জিতেছিল, অধিনায়ক ছিলেন অ্যাডাম গিলক্রিস্ট।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

13 − 1 =