এটাই করতে হচ্ছে তমলুকের নিমতৌড়ি ভারত সংঘ ক্লাবকে। পুজোর (Durga Puja 2022) উদ্বোধক নিয়ে যে মতানৈক্য তৈরি হয়েছে ক্লাবের অভ্যন্তরে তা প্রশমিত করতে ভোটাভুটিই একমাত্র পন্থা বলে মনে করছে ক্লাব কর্তৃপক্ষ।
ক্লাবের একটা অংশ চাইছে, প্রাক্তন মন্ত্রী সৌমেন মহাপাত্র পুজোর ফিতে কাটুন। অন্য একটি অংশের আবার দাবি, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী উদ্বোধন করুক পুজোর। কেউ কেউ আবার তমলুকের সাংসদ দিব্যেন্দু অধিকারীর নামও বলেছেন।
ভারত সঙ্ঘের এবার ১৪তম বছর। জানা গিয়েছে, এই পুজোর শুরুতে অন্যতম পৃষ্ঠপোষক ছিলেন একদা সিপিএম নেতা লক্ষ্মণ শেঠ। এবারও তিনি পুজোর মধ্যে একদিন ভারত সঙ্ঘের মণ্ডপে যাবেন। কিন্তু উদ্বোধন নিয়েই যাবতীয় জট পেকেছে।
গতবার রামকৃষ্ণ মিশনের মহারাজ উদ্বোধন করেছিলেন। বেশ কয়েকবার ফিতে কেটেছিলেন শুভেন্দুও। যদিও তখন তিনি তৃণমূলে ছিলেন। ক্লাবের সভাপতি শত্রুঘ্ন জানা আবার স্থানীয় তৃণমূলের নেতা। তিনি চান না শুভেন্দুর হাতে কাঁচি উঠুক। আবার বিজেপিপন্থী সমর্থকরা চান শুভেন্দুকে।
এখন দেখার বিষয় মঙ্গলবার ভোটাভুটিতে কী হয়, কার হাতে ওঠে উদ্বোধনের কাঁচি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

2 × 1 =