ফিরহাদ হাকিমের বিধায়ক পদ বরখাস্তের দাবিতে বিধানসভায় বিক্ষোভ বিজেপির। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে হাতে গীতা নিয়ে সরকার বিরোধী স্লোগান দিয়ে তুমুল বিক্ষোভ দেখাতে থাকে বিজেপি। ফিরহাদ হাকিমের একটি মন্তব্যকে কেন্দ্র করে বিতর্কের সৃষ্টি হয়েছে। সেই কারণেই তাঁকে আগেই বয়কট করেছে বিজেপি। এদিন বিধানসভার অধিবেশন শুরু হলে বিধানসভা কক্ষে ফিরহাদ হাকিমের বিরুদ্ধে স্লোগান তোলেন শুভেন্দু অধিকারী সহ বিজেপি নেতৃত্ব। বিজেপির দাবি, ফিরহাদ হাকিমকে মন্ত্রিসভা থেকে বরখাস্ত করতে হবে। একই সঙ্গে ফিরহাদ হাকিমের মন্তব্য নিয়ে মুলতুবি প্রস্তাব আনে বিজেপি।

শুভেন্দু অধিকারীর আর্জি অবশ্য স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় নাকচ করে দেন। এরপরেই বিধানসভা কক্ষে ১ মিনিট স্লোগান দিয়ে বেরিয়ে আসেন বিজেপি বিধায়করা। বিধানসভার বাইরে এসে ফিরহাদ হাকিমের বিরুদ্ধে বিক্ষোভ দেখিয়ে বলেন যতদিন না মুখ্যমন্ত্রী ফিরহাদ হাকিমের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন, ততদিন ওঁর বিভাগের কোনও প্রশ্নোত্তরে বিধানসভায় যোগ দেবে না বিজেপি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

4 × 3 =