একটা ফুটবল চাই। সাদা কাগজে এমনই আবেদন পত্র নিয়ে ধনিয়াখালি থানার বড়বাবুর ঘরে হাজির আট খুদে ফুটবলার। বড়বাবু অবশ্য নিরাশ করেননি তাদের। নতুন ফুটবল পেয়ে খুশি খুদেরা। ধনিয়াখালি থানায় তখন সবাই ব্যস্ত। বড়বাবু টেবিলে বসে নিজের কাজ সামলাচ্ছেন। এমন সময় হাতে একটি আবেদন পত্র নিয়ে থানায় হাজির হল ৮ খুদে। তাদের প্রত্যেকেরই বয়স ৮ থেকে ১০ বছরের মধ্যে। বড়বাবু তাঁদের নিজের ঘরে ডেকে পাঠান। বড়বাবুর কাছে যেতে হবে শুনেই ভয় পায় খুদেরাও। ঘরে ঢুকে টেবিলে রেখে দেয় সাদা কাগজের লেখা আবেদন পত্র।
বড়বাবু খুদেদের কাছে ফুটবল নিয়ে প্রশ্ন করতেই, খুদেরা জানায় তারা ফুটবল খেলে কিন্তু তাদের ফুটবল নেই। তাদের সঙ্গে বেশ কিছুক্ষণ গল্প করেন বড়বাবু। এর মধ্যে চলে আসে একটি ফুটবল ও কিছু চকলেট। খুদেদের হাতে সেই ফুটবল ও চকোলেট তুলে দেন বড়বাবু। তা পেয়ে বেজায় খুশি খুদেরা। এরপর মজা করেই বড়বাবু জিজ্ঞাসা করেন, তোরা সবাই খেলাধুলা করিস তো নাকি? কোথায় খেলিস? একদিন যাব দেখব কেমন খেলিস। খুদেরা সমস্বরে বলে ওঠে, হ্যাঁ হ্যাঁ আমরা সবাই খেলি। আমাদের খেলা দেখতে যাবে। এরপর দায়িত্ব নিয়ে তাদের বাড়ি পৌঁছে দেন পুলিশকাকু। তিনি বলেন, ‘‘হয়তো এদের মধ্যেই কেউ আগামী দিনে কলকাতার বড় দল অথবা ভারতের হয়ে খেলবে।