ফুলাহার নদীর পারে ভাঙ্গনকে কেন্দ্র করে তীব্র আতঙ্ক ছড়ানো এলাকা জুড়ে।
বুধবার রাতে হঠাৎ ভাঙ্গন লক্ষ্য করা যায় মালদার মানিকচক ব্লকের মথুরাপুরের ভূতনি ব্রিজ এর নিচে শঙ্করটোলা এলাকায়। বাঁধের তীরবর্তী বেশ কিছু অংশ বসে যাওয়ার ঘটনাই আতঙ্ক ছড়ায় এলাকা জুড়ে। আস্তে আস্তে ফাটল চৌওড়া হচ্ছে বলে জানাচ্ছেন স্থানীয়রা।বড় বিপত্তি ঘটতে পারে বলে অনুমান স্থানীয়দের। রাতেই ভাঙ্গনের ঘটনা জানতে পেরে তড়িঘড়ি এলাকা পরিদর্শন করেন প্রশাসনের কর্মকর্তারা।রাত থেকে আপদকালীন পরিস্থিতিতে ভাঙ্গন রোধের কাজ শুরু করেছে জেলা সেচ দপ্তর।তবে আপাতত ভাঙ্গন নিয়ন্ত্রণে রয়েছে বলে জানা যাচ্ছে প্রশাসন সূত্রে।
তবে এই ভাঙ্গন ও ভাঙ্গন রোধের কাজকে কেন্দ্র করে প্রশাসনের বিরুদ্ধে ক্ষুব্ধ রয়েছেন স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে বিরোধীরা।সঠিক সময়ে সঠিকভাবে কাজ হলে এমন পরিস্থিতি হত না বলে দাবি স্থানীয়দের। এলাকার মানুষকে রক্ষা করতে প্রশাসনকে সঠিক কাজ করতে হবে।
অন্যদিকে ভাঙ্গন এলাকা রাতেই পরিদর্শন করেন সিটু জেলা সম্পাদক দেবজ্যোতি সিনহা। তীব্র ক্ষোভ প্রকাশ করেন রাজ্যের সরকার ও প্রশাসনিক ব্যবস্থাকে। তিনি জানান বাঁধের কোন খারাপ পরিস্থিতি হলে প্রশাসনকে ছেড়ে কথা বলা হবেনা। বহু আগে এই বাঁধের দুর্বল অবস্থার কথা প্রশাসন সহ সরকারের জনপ্রতিনিধিদের বলা হয়েছে। তারপরও সঠিক কোন উদ্যোগ নেই। মানুষকে বাঁচানোর সরকারের কোন উদ্দেশ্য নেই। এর রাজ্য সরকার খেলা-মেলা নিয়ে ব্যস্ত।মানুষকে রক্ষার স্বার্থে সকলের সহযোগিতা প্রয়োজন।
রাতেই ভাঙ্গন এলাকা পরিদর্শন করেন মানিকচক বিধানসভার তৃণমূল বিধায়িকা সাবিত্রী মিত্রের প্রতিনিধি সমদ্বীপ সরকার। প্রশাসনিক কর্তদের সাথে কথা বলে জরুরি পরিস্থিতিতে যেভাবেই হোক এই ভাঙ্গন আটকানোর সব রকম পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন তিনি