ফুল বৃষ্টি বরণ করে পরীক্ষার্থীদের সংবর্ধনা শিক্ষকদের।

বসিহাট মহাকুমার সীমান্ত থেকে সুন্দরবনের এবছরের মোট উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী ছাত্র-ছাত্রীর সংখ্যা ২৫ হাজার ২৫৩জন কবিতা মেন সেন্টার ১৩৪ টা সাব সেন্টার করণা ও কোভিদ বিধি মেনে নিজে নিজে কেন্দ্রে এবার পরীক্ষা দিতে পারবে পরীক্ষার্থীরা তারই নির্দেশিকা জারি করেছিল উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ পাশাপাশি প্রতিটি কেন্দ্রে এক দিয়ে কঠোর নিরাপত্তা ব্যবস্থা করেছে শিক্ষক দেবদাস সরকার বলেন অবজারভার ও পুলিশ মূল গেটে রাখা হয়েছিল যাতে কেউ মোবাইল ফোন ক্যালকুলেটর নিয়ে পরীক্ষা কেন্দ্রে ঢুকতে পারবে না শিক্ষক পরীক্ষা কেন্দ্রে কেউ নকল করলে সেই স্কুল পেনাল্টি দিতে হবে হবে বলে জানা গেছে সংসদের পক্ষ থেকে বসিরহাট খোলাপোতা তপবন শিক্ষা নিকেতন টাউন হাই স্কুল মূল গেটে খোলাপোতা গ্রাম পঞ্চায়েতের প্রধান অপরেশ মুখার্জি ও শিক্ষক-শিক্ষিকারা গোলাপ ফুল মিষ্টি দিয়ে ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা স্কুল চত্বরে দোকান পাশাপাশি বসিরহাট পূর্ণ চন্দ্র মজুমদার বালিকা বিদ্যালয় বসিরহাট হাই স্কুল, সহ একাধিক স্কুলে নির্ধারিত সময়ের মধ্যে পরীক্ষা শুরু হয়েছে। ২০২০, সালে উচ্চমাধ্যমিকের ৭০% পরীক্ষা হয়ে যাওয়ার পরে বন্ধ হয়ে গিয়েছিল। তারপরে দীর্ঘদিন ঘরবন্দি অনলাইনে পড়াশুনা ও পরীক্ষার সবটাই যেন ছাত্রছাত্রীদের কাছে সামাজিক পরিবর্তন ঘটে কিন্তু আবার পুনরায় হাতে কলমে পরীক্ষা দিতে একদিকে যেমন উৎফুল্ল অভিভাবক ছাত্রছাত্রীরা, অন্যদিকে ভয়-ভীতি ও কাজ করছে ।ঠিক সময়ের মধ্যে সম্পূর্ণ উত্তর দিতে পারবেন কিনা, সেটা নিয়েও সন্দিহান প্রকাশ করছে।ছাত্র-ছাত্রী থেকে শুরু করে পরিবারের লোকজন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

14 − two =