ফের অমানবিক দৃশ্যট্রেনের ধাক্কায় দু’ঘণ্টা লাইনের উপর পড়ে রইল মৃতদেহ,পরের ট্রেন চলল মৃতদেহের ওপর থেকে
পানিহাটি এ্যঙ্গলেশ নগরের বাসিন্দা বছর ১৫ সায়ন্তি দত্ত পানিহাটি বালিকা বিদ্যালয়ের একাদশ শ্রেণির ছাত্রী আজ দুপুরে মোবাইল নিয়ে বাড়ির লোকের সাথে ঝামেলা হয় এবং তারপর সোদপুর স্টেশনের কাছে ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে,ঘটনাটি ঘটেছে বিকেল চারটের সময়, বিকেল চারটে থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত মৃতদেহ এক নম্বর লাইনের ওপরে থাকে,মৃতদেহের ওপর থেকে একের পর এক ট্রেন চলে যায়,ফের অমানবিক দৃশ্যের সাক্ষী রইল সোদপুরবাসি, ঘটনাস্থলে বাসিন্দারা এই ঘটনা দেখে রেলের গাফিলতি ও পরিকাঠামো নিয়ে বিক্ষোভ দেখায়, ঘটনা ঘটার দু’ঘণ্টা কেন লাগলো মৃতদেহ ঘটনাস্থল থেকে তুলতে রেল আধিকারিকদের এই নিয়ে প্রশ্ন তুলেছেন। ঘটনাস্থলে থাকা সাধারণ মানুষসহ মৃত ছাত্রীর পরিবারের লোকজন।