হাওড়ার উলুবেড়িয়ায় ১৬ নং জাতীয় সড়কের মনসাতলায় পথ দূর্ঘটনায় মৃত্যু হল ৩ জনের। জানা গেছে, উলুবেড়িয়ার নিমদিঘী সেখ পাড়ার বাসিন্দা সেখ মনতাজুল(২৪) ,সেখ বাবর আলি(২৫),সেখ হরিপুর(২৭) একটি বাইকে চেপে রানিহাটির উদ্দেশ্যে যাচ্ছিল। মনসাতলা ফ্লাইওভার থেকে নামার সময় নিয়ন্ত্রণ হারিয়ে তারা একটি চলন্ত লরির পিছনে ধাক্কা মেরে বাইক থেকে ছিটকে পড়ে। রক্তাক্ত অবস্থায় স্থানীয় বাসিন্দা ও পুলিশ তাদের উদ্ধার করে উলুবেড়িয়া মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাদের মৃত বলে ঘোষণা করে। মৃতদেহ সকলের মাথায় গভীর আঘাতের চিহ্ন রয়েছে বলে জানা গেছে।