ফের একলাফে রান্নার গ্যাসের দাম বাড়লো ৫০টাকা, চিন্তার ভাঁজ মধ্যবিত্তের কপালে।
একদিকে যেমন করোনার প্রভাবে সমগ্র বিশ্বের অর্থনীতির চাকা থেমে গেছে ঠিক তেমনি দেশজুড়ে প্রত্যেকটি জিনিসের মূল্যবৃদ্ধি সাধারণ মানুষের কপালে ভাঁজ ফেলেছে।প্রতিনিয়ত নিত্যপ্রয়োজনীয় জিনিস থেকে শুরু করে খুঁটিনাটি সব জিনিসের দাম বেড়েই চলেছে।তার সাথে পাল্লা দিয়ে বাড়ছে রান্নার গ্যাসের দাম।আমফানের পর থেকে বাজারে শাক সবজি থেকে শুরু করে মাছ মাংসের দাম তো অগ্নিমূল্য ছিলই, এরপর রান্নার গ্যাসের দামও বেড়ে গেল চলতি মাস থেকে। লকডাউনে এমনিতেই কাজ হারিয়ে দিশেহারা একাধিক লোক।তারমধ্যেই গ্যাসের মূল্যবৃদ্ধি মধ্যবিত্তদের চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। মাসের শুরুতেই এক লাফে গ্যাসের দাম বাড়লো ৫০ টাকা।সেই অনুযায়ী কলকাতায় ভর্তুকিহীন রান্নার গ্যাসের দাম হয়ে দাঁড়ালো ৬৭০ টাকা ৫০ পয়সা।এইভাবে চলতে থাকলে মধ্যবিত্ত মানুষ কি করে তাদের দিন যাপন করবে সেটাই এখন প্রশ্নের মুখে দাঁড়িয়েছে।মধ্যবিত্ত মানুষের আয় এক রয়ে গেলেও, মূল্যবৃদ্ধির কারণে তাদের বেঁচে থাকার জন্য ব্যয় করতে হচ্ছে অনেক। তাই মধ্যবিত্ত থেকে সাধারণ মানুষ প্রত্যেকেরই আবেদন যাতে রান্নার গ্যাসের দাম কমানো হয়, না হলে এই নিউ নরম্যালে জীবন চালিয়ে যাওয়া খুবই কষ্টসাধ্য হয়ে উঠবে তাদের পক্ষে।