ফের কাঁকড়া ধরতে গিয়ে প্রাণ গেল এক মৎস্যজীবীর। গভীর জঙ্গলে টেনে নিয়ে গেল বাঘ।
রবিবার সকালে মর্মান্তিক ঘটনাটি ঘটেছে সুন্দরবনের বসিরহাট রেঞ্জ অফিসের ঝিলার জঙ্গলে। স্থানীয় মৎস্যজীবী ও বনদপ্তরের কর্মীদের চেষ্টায় দেহ উদ্ধার করা হয়। ব্যাঘ্র প্রকল্পের তরফ থেকে। রবিবার ভোর থাকতেই নৌকা চেপে ঝিলার তিন নম্বর জঙ্গলে কাঁকড়া ধরতে গিয়েছিলেন কুমিরমারী বাসিন্দা অরবিন্দ বিশ্বাস। সঙ্গী ছিলেন আরও দুজন। সেখানে নৌকা থেকে নামতেই অরবিন্দের উপর ঝাঁপিয়ে পড়ে বাঘ। টেনে নিয়ে যায় গভীর জঙ্গলে। কোনওরকমে প্রাণ বাঁচিয়ে ফিরে আসেন সঙ্গী দুজন। বাঘের মুখ থেকে দেহ ছিনিয়ে আনার সাহস হয়নি তাঁদের। তবে ফিরে এসেই নিকটবর্তী রেঞ্জ অফিসে খবর দেন তাঁরা। রেঞ্জ অফিসের আধিকারিকরা ছুটে যান ঘটনাস্থলে। তল্লাশি চালিয়ে জঙ্গলের ভিতর থেকে দেহ উদ্ধার করা সম্ভব হয়। মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।