ফের কুসংস্কারের বলি হলো এক গৃহবধূ।

ফের কুসংস্কারের বলি হলো এক গৃহবধূ।

উত্তর ২৪ পরগনা জেলার বনগাঁ থানার পুরাতন বনগাঁ এলাকার এক গৃহবধ সুষমা রায় সকালে কলা বাগানে কলার মোচা কাটতে গিয়ে ছিল সেইসময় পায়ে কোন কিছুতে কামড় দেওয়ায় চিৎকার করতে থাকেন। পরিবারের লোকেরা তাকে পাশের গ্রামের ওঝা বাড়িতে নিয়ে যায়। ওষুধ খেয়ে বাড়িতে ফিরে মহিলার মৃত্যু হয়েছে।
মৃতবধূর মায়ের বক্তব্য, তাকে সাপে কেটেছে। ওঝাবাড়িতে নিয়ে গেলে তাকে চিকিৎসা করে বলেন তাকে ঢোড়া সাপে কামড় দিয়েছে কিচ্ছু হবে না, প্রয়োজনে হাসপাতালে নিতে পারেন৷ কিন্তু বাড়িতে আনার পর তার মৃত্যু হয়েছে। পায়ের সাপে কামড়ে দাগ রয়েছে।
অন্যদিকে ওঝা মধু বাবু জানিয়েছেন” ওকে জলঢোরা সাপে কামড়ে ছিল। কোন বিষ নেই। ওষুধপত্র দিয়েছিলাম। বলেছিলাম যদি মনেহয় হাসপাতালে যেতে পারেন৷ ওনার শরীরে অন্য অন্য সমস্যা ছিল তাই মৃত্যু হয়েছে।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

nine + 10 =