ফের কুসংস্কারের বলি হলো ৮ বছরের শিশুর।

ফের কুসংস্কারের বলি হলো ৮ বছরের শিশুর।

দক্ষিণ ২৪ পরগনা জেলার পাথরপ্রতিমার অচিন্ত্য নগর গ্রাম পঞ্চায়েতের বিষ্ণুপুর এলাকার নাড়ু গোপাল বর স্ত্রীকে নিয়ে পরিযায়ী শ্রমিক কাজ করতে থাকে দিল্লিতে। নিজের বাড়িতে মায়ের কাছে ছেলে এবং মেয়েকে রেখে যায় তিন মাস আগে। ঠাকুমার কাছে থেকে লেখাপড়া শিখত ৮ বছরের শিশু রমেশ,এবং তার দিদি। শুক্রবার ভোরে ঘুমাবার সময় সাপে কামড় দেয় ওই শিশুকে। যন্ত্রণায় চিৎকার করে ওঠে শিশুটি। পাশেই ছিলো ঠাকুমা এবং দিদি। নাতির কান্নায় ঘুম ভেঙে যায় তার,হঠাৎ দেখতে পায় বিছানার মধ্যে বিশাল বড় বিষধর সাপ এবং একটি ব্যাঙ।ঠাকুমা বুঝতে পারে নাতিকে কামড়েছে সাপ। সঙ্গে সঙ্গে চিকিৎসকের কাছে না নিয়ে গিয়ে এলাকার নিরঞ্জন বর নামে ওঝার কাছে নিয়ে যায়। সারা রাত্রি ধরে চলে ঝাড়ফুঁক মন্ত্র উচ্চারণ। অবস্থার অবনতি হওয়ায় সকালে গদামথুরা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে আসা হয় । ততক্ষণের সব শেষ চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।বর্তমানে শিশুটিকে ময়নাতদন্তের জন্য কাকদ্বীপ পাঠানো হচ্ছে। বর্তমানে বিজ্ঞানের যুগে কুসংস্কারের আচ্ছন্ন এখনো বহু মানুষ তারই প্রমাণ মিলল পাথরপ্রতিমায়।ঘটনায় এলাকায় শোকের ছায়া।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

4 + 20 =