মঙ্গলবার ভোর রাত থেকে সামশেরগঞ্জের ধানগড়া ভাঙন কবলিত এলাকায় শুরু হয় ভাঙন।ভাঙনের ফলে তলিয়ে যায় বিঘের পর বিঘে জমি থেকে শুরু করে লিচু আম গাছও।উল্লেখ্য,বেশ কিছুদিন আগে সামশেরগঞ্জ বোগদাদনগরে ভাঙনের দেখা মেলে।ফের সপ্তাহ ঘুরতে না ঘুরতে এবার ধানগড়ায় ভাঙন শুরু।ভাঙন দেখতে হাজার হাজার মানুষের সমাগম।অন্যদিকে,ভাঙনের ফলেরীতিমতো আতঙ্কিত হয়ে রয়েছে এলাকাবাসী।