ফের গরমের বলি,কর্মরত অবস্থায় মৃত্যু নৈহাটির এক শ্রমিকের।
কর্মরত অবস্থায় মৃত্যু হল নৈহাটির এক শ্রমিকের।পুলিশ সূত্রে খবর, নৈহাটির গৌরীপুর নিবাসী বৃন্দাচরণ দাস নৈহাটি মিলের স্পিনিং বিভাগে কাজ করতেন।এদিন সন্ধ্যায় নৈহাটি মিলে কর্মরত অবস্থায় হঠাৎই অসুস্থ বোধ করেন তিনি।কার্যত চরম দাবদাহের কারণেই অসুস্থ হয়ে যান বলে পুলিশ সূত্রে খবর। অসুস্থ বোধ করায় মাটিতে লুটিয়ে পড়েন তিনি এবং মিলের ভিতরই তার মৃত্যু হয়।সেই মুহূর্তে মিলের শ্রমিকরা তার মৃতদেহ ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করে। মিলের শ্রমিকদের দাবি, অবিলম্বে মৃত শ্রমিকের পরিবারকে মিল কর্তৃপক্ষের পক্ষ থেকে সাহায্য করতে হবে। তবে শ্রমিকদের এই দাবি মানতে নারাজ মিল কর্তৃপক্ষ। ঘটনার তদন্তে আসে নৈহাটি থানার পুলিশ। পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।তবে মিল শ্রমিক তাদের দাবিতে অনড়।ইতিমধ্যেই খবর দেওয়া হয়েছে মৃত শ্রমিকের পরিবারকে। মৃতদেহটি উদ্ধার করেছে নৈহাটি থানার পুলিশ।
