ফের গাড়ি দুর্ঘটনা বাসন্তী রাজ্য সড়কে।
এবার নিয়ন্ত্রণ হারিয়ে একটি প্রাইভেট চারচাকা গাড়ি ঢুকে গেল একটি বাড়ির মধ্যে।এই ঘটনায় ওই গাড়ির চালক সহ বাড়িতে থাকা এক গৃহবধূ ও তাঁর শিশু সন্তান গুরুতর আহত হয়েছেন।দুর্ঘটনাটি ঘটেছে শনিবার দুপুরে।পুলিশ সূত্রে খবর, এদিন দুপুর আড়াইটে নাগাদ বিশ্বনাথন শেখর নামে এক ব্যক্তি লাল রঙের ফোর্ড গাড়ি চালিয়ে কলকাতা থেকে সুন্দরবনের দিকে যাচ্ছিলেন। অভিযোগ, সেই সময় কলকাতার দিক থেকে দুটি যাত্রীবাহী বাস রেষারিষি করে ঘটকপুকুরের দিকে যাচ্ছিল।দুটি বাসকে গোটা রাস্তা জুড়ে আসতে দেখে ভয় পেয়ে যান বিশ্বনাথন।প্রান বাঁচাতে তিনি গাড়িটিকে ফুটপাথে নামিয়ে দেন।কিন্তু তাঁর গাড়ির গতিও বেশ জোরে থাকায় নিয়ন্ত্রণ হারিয়ে তিনি রাস্তার পাশে একটি বাড়িতে ধাক্কা মারেন।ওই বাড়ির বাঁশ ও টিনের চাল এতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ে।তাতে ওই ওই বাড়ির গৃহবধূ বিভা কুমারি (২৪) ও তাঁর মেয়ে রিমা কুমারি (২) কমবেশি আহত হন।কলকাতা লেদার কমপ্লেক্স থানার পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে গাড়ির চালক সহ দুই বাসিন্দাকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়।