ফের গৃহস্থের বাড়িতে হানা জংলি হাতির।
চার বস্তা ধান সাবাড় করে এক বস্তা ধান শুরে নিয়ে দৌড় হাতির। বাড়ি থেকে পালিয়ে প্রাণে বাঁচলো বাড়ির সদস্যরা।ঘরের মধ্যে শুয়ে ছিলেন মুচি মাঝি ও তার পরিবার।হটাৎ হাতি এসে ঘরের দেওয়াল ভেঙে দিয়ে ঘরে মজুদ ধান সাবার করতে থাকে।ওই সময় পরিবারকে নিয়ে পালিয়ে কোনোক্রমে প্রাণে বাঁচেন তার পরিবার।ঘটনাটি মেটেলি ব্লকের চালসা সংলগ্ন মঙ্গলবাড়ি বস্তির কার্মাধুরা এলাকার।মঙ্গলবার রাত প্রায় এক টা নাগাদ সংলগ্ন পানঝোরা জঙ্গল থেকে একটি হাতি বের হয়ে আসে ওই এলাকায়।এলাকার মুচি মঝির শোবার ঘরের দেওয়াল ভেঙে দিয়ে মজুদ প্রায় ৪-৫ বস্তা ধান সাবার করে হাতিটি।একটি বস্তা শুরু তুলে নিয়েও যায় কিছুদুর।প্রায় ঘন্টা খানেক পর স্থানীয় বাসিন্দাদের চিৎকারে হাতিটি আবার জঙ্গলে চলে যায়।এদিন খবর পেয়ে ওই বাড়িতে পরিদর্শনে যান এলাকার গ্রাম পঞ্চায়েত সদস্যা সপ্না ওঁরাও।যাবতীয় ক্ষতির ক্ষতিপূরণ দাবি করেছেন ক্ষতিগ্রস্ত পরিবারটি।বনদপ্তর সূত্রে জানা যায়,নিদিষ্ট ফর্মে আবেদন করলে সরকারি নিয়মে ক্ষতিপূরণ দেওয়া হবে।