বৃহস্পতিবার ফের জলপাইগুড়ি তিস্তা সেতু সংলগ্ন এলাকা থেকে বিপুল পরিমাণ গাঁজা সহ একটি লরি আটক করল জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিশ।গোপন সূত্রের খবরের ভিত্তিতে এদিন সন্ধ্যা নাগাদ ৩১ নং জাতীয় সড়কে সন্দেহভাজন লরিটি আটক করে পুলিশ। এরপর ঐ লরিতে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করা হয়েছে।লরির চালক জগেন্দর কুমারকে আটক করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, মোট ১২০ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে।এই বিপুল পরিমাণ গাঁজা আসাম থেকে বিহারের উদ্দেশে নিয়ে যাওয়া হচ্ছিল । পুলিশ এনডিপিএস ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু করেছে