লোকালয়ে ঢুকে পড়ল একটি হরিণ হরিণ শাবক। শুক্রবার ডুয়ার্সের বানারহাট ব্লকের চামুর্চি গ্রাম পঞ্চায়েতের ফরেস্ট বস্তি এলাকা থেকে হরিণ শাবক উদ্ধার করল বন কর্মীরা।জানা গিয়েছে, এদিন জঙ্গল থেকে বেরিয়ে হরিণ শাবকটি ফরেস্ট বস্তি এলাকায় আসে। হরিণ শাবকটির চিৎকার শুনে এলাকার বাসিন্দারা ছুটে যায়। এরপর খবর দেওয়া হয় বিন্নাগুড়ি বন্যপ্রাণ স্কোয়াডে। খবর পেয়ে ঘটনাস্থলে বনকর্মীরা পৌঁছে হরিণটিকে উদ্ধার করে নিয়ে যান। বন দপ্তর সূত্রে জানা গিয়েছে, এটি বার্কিং প্রজাতির স্ত্রী হরিণ। হরিণটি সম্পূর্ণ সুস্থ থাকায় মোরাঘাট জঙ্গলে ছেড়ে দেওয়া হয়েছে।