কয়েকদিন আগে ডুয়ার্সের কিলকট চা বাগানে ভাল্লুকের আতঙ্ক ছড়িয়েছিল।বৃহস্পতিবার ফের ভাল্লুকের আতঙ্ক ছড়িয়েছে মালবাজারের টুনবাড়ি চা বাগানে।জানা গিয়েছে,এদিন বাগানের শ্রমিকেরা ৬ নম্বর সেকশনের স্প্রে করতে গিয়ে ভালুক দেখতে পায়।স্প্রে কাজ চলাকালীন ডালে রাই নামে এক চা শ্রমিক কোনক্রমে ভালুকের হাত থেকে রক্ষা পান।তিনি স্প্রে করেই ভালুকের আক্রমণ থেকে বাঁচেন।ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় গরুমারা ও মালবাজার বন্যপ্রাণ স্কোয়াডের আধিকারিক এবং কর্মীরা।ভাল্লুকটি চা বাগানের ভেতর আশ্রয় নিয়েছে।ইতিমধ্যে বন্যপ্রাণ বিভাগ ভালুকটিকে উদ্ধার করার চেষ্টা করছে।পরিস্থিতির ওপর নজর রাখছে বনদপ্তরের আধিকারিকরা।