এবার ৫টি সকেট বোমা উদ্ধার করল পুলিশ। সম্প্রতি গত ৬ ই আগষ্ট মুর্শিদাবাদের ডোমকলের বাবলাবোনা মাঠ এলাকার শিয়ালমারী নদির ধার থেকে ২২ টি সকেট বোমা উদ্ধার করে পুলিশ। তারপর গতকাল সেই বোমাগুলি নিষ্কৃয় করে বোম ডিষ্পোজাল ষ্কোয়ার্ড। তারপর ফের আজ সকালে শিয়ালমারী নদীর ধার থেকে ৫ টি সকেট বোমা উদ্ধার করে পুলিশ। ঘটনার পর ঘটনাস্থল ঘিরে রাখে পুলিশ। খবর দেওয়া হয় বোম ডিষ্পোজাল ষ্কোয়ার্ডকে।
Home জেলা
