ফের তৃণমূলকে হুশিয়ারি দিলীপ ঘোষের।
দিনের পর দিন বিজেপি কর্মীদের উপর হামলা চালাচ্ছে তৃণমূল। বিজেপি কর্মীদের মারছে আর সেই কর্মীদের নামেই কেস দিচ্ছে তৃণমূল এমন অভিযোগ পাল্টা অভিযোগ চলেই আসছে দীর্ঘদিন ধরে। এই ঘটনার প্রতিক্রিয়া দিতে গিয়ে বিজেপির রাজ্য সভাপতি দিলিপ ঘোষ বলেন, “যেদিন সত্যি সত্যি মারতে আরম্ভ করবো সেদিন ব্যান্ডেজ বাঁধার জায়গা থাকবেনা।এমনকি হাসপাতালে বেডও পাবে না।বাইরে বেড খাটাতে হবে।” শনিবার দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়ের বামনঘাটায় চায়ে পে চর্চা অনুষ্ঠানে যোগ দিয়ে এই মন্তব্য করেন রাজ্য বিজেপির সভাপতি। এছাড়াও নানাভাবে তৃণমূল কংগ্রেস ও বর্তমান রাজ্য সরকারের কটাক্ষ করেন দিলিপ ঘোষ।
বরাবরই তৃণমূলের খাস তালুক হিসাবে পরিচিত ভাঙড়। তবে বিগত বেশ কয়েকমাস ধরে সেখানে নানা ধরনের রাজনৈতিক কর্মসূচি পালন করছে বিজেপি। একাধিকবার ভাঙড়ে দিলিপ ঘোষ এসেছেন এখানকার বিজেপি কর্মীদের মনোবল চাঙ্গা করতে। সেই ভাঙড়ের বামনঘাটায় এদিন সকালে দলীয় কর্মী ও সমর্থকদের সাথে চায়ে পে চর্চা অনুষ্ঠান করে কার্যত বিধানসভা ভোটের আগে তৃণমূলকেই হুঁশিয়ারি দিলেন দিলীপ ঘোষ।তিনি আরো জানান “রাজ্যে পিসি ভাইপোর রাজত্ব চলবে না। আমরা সাধারণ মানুষের হাতে সরাসরি সরকারি পরিষেবা পৌঁছে দিতে চাই। কিন্তু তৃণমূলের দালাল নেতা কর্মীরা তা করতে দিচ্ছে না।” এদিন “চায়পে চর্চা” অনুষ্ঠানে ভিড় ছিল চোখে পড়ার মতন।