ফের দুর্গাপুরে বোমাবাজিতে উত্তপ্ত বি-জোন এর জয়দেব এভিনিউ বোমাতঙ্কে ভয়ে এলাকাবাসী।
বেশ কয়েকদিন ধরে লাগাতার দুই ক্লাবের রেষারেষিতে উত্তপ্ত হয়ে উঠেছে দুর্গাপুর ইস্পাত নগরীর বিভিন্ন এলাকা। এর আগের দিন ইস্পাত নগরীর একটি জায়গায় বোমাবাজি সহ মারধরের অভিযোগ কয়েকজনের বিরুদ্ধে। কেউ বলেছে এটা তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব কেউ বলেছে দুটি ক্লাবের পাড়া দখলের ঘটনা নিয়ে সংঘর্ষ। উত্তেজনা সামলাতে সারারাত পুলিশ মোতায়েন ছিল। তার রেশ কাটতে না কাটতেই দুর্গাপুরের স্টিল টাউনশিপ এর বিবেকানন্দ স্পোর্টিং ক্লাবে বোমাবাজির অভিযোগ জঙ্গলমহল নামে একটি ক্লাবের ছেলেদের বিরুদ্ধে। বাইক নিয়ে হঠাৎ এসে বোমাবাজি চালায় জঙ্গলমহল নামে একটি ক্লাবের সদস্যরা বলে অভিযোগ বিবেকানন্দ ক্লাবের সদস্যদের। বোমাতঙ্কে আতঙ্কিত পাড়া-প্রতিবেশী পুলিশে খবর দিলে ঘটনাস্থলে আসে দুর্গাপুর থানার বিশাল পুলিশ পুলিশ বাহিনী। বোমাতঙ্কের ঘটনার নমুনা সংগ্রহ করে নিয়ে যায় পুলিশ।
