ফের ধস সিকিমে,

শিলিগুড়ি থেকে গ্যাংটক এর মধ্যে বুধবারের ধসের পর বৃহস্পতিবার থেকে গ্যাংটক এবং শিলিগুড়ির মধ্যে সড়ক যোগাযোগ চালু হলেও, ফের ধসের কবলে সিকিম।
এবার ধসের কবলে উত্তর সিকিম। ধসের কবলে উত্তর সিকিমের লাচেন এবং লাচুং। লাচুং যাওয়ার রাস্তার বেশ কিছুটা অংশ ধসে গিয়েছে। রাস্তার উপর দিয়ে ঝোরার জল এমন ভাবে বয়ে যাচ্ছে, যেন আস্ত একটা নদী তৈরী হয়েছে রাস্তার উপর দিয়ে। উত্তর সিকিমের এই রাস্তায় ধসের কারণে বন্ধ হয়ে গিয়েছে পর্যটকদের ইউংথাম ভ্যালি এবং জিরো পয়েন্ট যাত্রাও।
পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে, বেশ কয়েকদিন লেগে যেতে পারে অবস্থা স্বাভাবিক হতে। লচুং এ আটকে পড়েছেন বেশ কিছু পর্যটকও। বন্ধ করে দেওয়া হয়েছে উত্তর সিকিম যাওয়ার অনুমতি পত্র দেওয়ার কাজও। বর্ডার রোড অর্গানাইজেশন এবং সেনা জওয়ানদের তলব করা হয়েছে পরিস্থিতি সামাল দিতে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

one × 3 =